আগের সব সরকার ছিল অন্ধকারচ্ছন্ন: কৃষিমন্ত্রী

আগের সব সরকার ছিল অন্ধকারচ্ছন্ন: কৃষিমন্ত্রী

বর্তমান মহাজোট সরকারের আগে আওয়ামী লীগ ছাড়া সব সরকারের সময়কে ‘অন্ধকারচ্ছন্ন’ আখ্যায়িত করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আগের সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থায় নৈরাজ্যকর পরিস্থিতি লক্ষ করা গেছে। যে কারণে বিগত সময়ে দেশের স্কুলগুলোর কোনো উন্নয়ন হয়নি। কিন্তু বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে যত্নশীল। এ সরকারের আমলে দেশের শিক্ষার মান এবং শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।’

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নিজেও ১৯১০ সালে স্থাপিত এ স্কুলের শিক্ষার্থী ছিলেন।

স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের এমপি নাসিম ওসমান, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, স্কুলের প্রাক্তন ছাত্রী ৪৭ ব্যাচের শামসুন্নাহার এবং ৬৫ ব্যাচের কুলসুম বেগম।

স্কুল শতবর্ষ উদযাপন উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছিল শুক্রবার থেকে।

বাংলাদেশ রাজনীতি