পালানোই নাকি ফখরুলদের কৌশল : লতিফ সিদ্দিকী

পালানোই নাকি ফখরুলদের কৌশল : লতিফ সিদ্দিকী

পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন- মির্জা ফখরুলদের কৌশল হচ্ছে পালানো। কিন্তু আওয়ামী লীগ কখনও পালায় না।

তিনি বলেন, পালানোটা নাকি তাদের কৌশল। কিন্তু তাদের পালানোর কৌশলটা কি ধরণের কৌশল এটা আমি বুঝি না।

রোববার দুপুর পৌনে ১২টায় জাতীয় প্রেসক্লাবে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ আয়োজিত ‘আহসান উল্লাহ মাস্টারের অষ্টম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব । কিন্তু প্রশাসনসহ সব জায়গায় জামায়াত ও বিএনপি প্রেতাত্মাদের অনুপ্রবেশের কারণে ইলিয়াস আলীর গুম ঠেকানোসহ সরকার মানুষকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে পারছে না।

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, গণতন্ত্রের জন্য খালেদা জিয়া লাফান। অথচ তিনি নিজেই এটি মানেন না। যার প্রমাণ গত নির্বাচনের ফলাফল তিনি মেনে নেননি।

তিনি বলেন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা, আহসান উল্লাহ মাস্টার, কিবরিয়া হত্যা, পিলখ‍ানার নারকীয় হত্যাযজ্ঞ ও যুদ্ধাপরাধীদের পূণর্বাসন একই সূত্রে গাথা। এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে ৭৫-পরবর্ত‍ী সুবিধাভোগীরা। তারা দেশ ও সার্বভৌমত্বের কল্যাণ চায় না।

সংগঠনের সভাপতি আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ-এর সাধারণ সম্পাদক আতাউর রহমান, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ ফরিদ প্রমুখ।

রাজনীতি