উদ্বোধন হতে যাচ্ছে লন্ডনের নতুন অলিম্পিক স্টেডিয়াম

উদ্বোধন হতে যাচ্ছে লন্ডনের নতুন অলিম্পিক স্টেডিয়াম

লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমসের জন্য নবনির্মিত মূল ভেন্যু লন্ডন অলিম্পিক স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। অলিম্পিক ২০১২ ক্রীড়া প্রতিযোগিতার জন্য নির্মিত এই মূল ভেন্যু উদ্বোধন করা হবে এক ভাগ্যবান কিশোর-কিশোরীর হাত দিয়ে। এ জন্য কিশোর কিশোরীদের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম জানিয়েছে ,প্রাথমিকভাবে রেজিস্ট্রেশনের সুযোগ পাওয়া ৮ থেকে ১৪ বছর বয়সী কিশোর কিশোরীদের মধ্য থেকে প্রথম ১০০ জনকে বাছাই করা হবে। বিগত প্যারা অলিম্পিকের স্বর্ণ বিজয়ী তীরন্দাজ ড্যানিয়েল ব্রাউন তীর ছুঁড়ে এই ১০০ জনের মধ্য থেকে একজনকে বেছে নেবেন। বাছাইকৃত এই কিশোর অথবা কিশোরীই পাবে স্টেডিয়াম উদ্বোধনের সুযোগ।

শনিবার স্টেডিয়ামের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অলিম্পিক বিজয়ী স্যার স্টিভ রেডগ্রেভ ও মার্ক ফস্টার, ইম্প্রেশনিস্ট জন কুলশ, অভিনেতা হিউগ বোনভিল, সঙ্গীত শিল্পী মেলানি সি, সঙ্গীত শিল্পী ৠাপার চিপমাংক এবং কৌতুকাভিনেতা হোয়াইট হল। অনুষ্ঠানে উপস্থাপনা করবেন ভারনন কে এবং গ্যবি লোগান।

এ অনুষ্ঠান উপলক্ষ্যে মার্চে ছাড়া টিকেটগুলো বিক্রয় শুরুর মাত্র ২০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। উল্লেখ্য, ৪০ হাজার দর্শক এই অনুষ্ঠান উপভোগ করতে পারবে।

মূল অলিম্পিক পর্বকে সাফল্যমন্ডিত করতে স্টেডিয়াম কর্তৃপক্ষ এখানে এখন পরীক্ষামূলক গেম ইভেন্ট পরিচালনা করছে। এর অংশ হিসেবে এখানে বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে ব্রিটিশ ইউনিভার্সিটি অ্যান্ড কলেজস স্পোর্টস প্রতিযোগিতা।

আন্তর্জাতিক খেলাধূলা