পাকিস্তানে আবারো ড্রোন হামলা, নিহত ১০

পাকিস্তানে আবারো ড্রোন হামলা, নিহত ১০

পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকায় জঙ্গিদের একটি কম্পাউন্ড লক্ষ্য করে মার্কিন ড্রোনের ক্ষেপণাস্ত্র হামলায় ১০ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।

শনিবার পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরানশাহ থেকে ৭০ কিলোমিটার দূরে শাওয়াল এলাকায় দু’টি ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে মাটি দিয়ে তৈরি ওই কম্পাউন্ডটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

মিরানশাহর দু’জন নিরাপত্তা কর্মকর্তা হামলা এবং নিহতের খবর নিশ্চিত করেছেন। তারা আরো জানিয়েছেন, ওই কম্পাউন্ডটি জঙ্গিরা প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করত।

সীমান্তে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়ে এবং পাক-মার্কিন সম্পর্কের প্রকৃতি নির্ধারণে একটি দিকনির্দেশনা মূলক প্রস্তাব গত মার্চে পাক পার্লামেন্টে পাস হওয়ার পর সীমান্তে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ড্রোন হামলা এটি।

পাকিস্তান মনে করে, উপজাতি অধ্যুষিত সীমান্ত এলাকায় ড্রোন হামলায় উল্টো ফল হচ্ছে। এছাড়া এভাবে হামলার মানে দাঁড়ায়, উপজাতিদের জঙ্গি সংশ্লিষ্টতা থেকে বিরত রাখতে সরকারের প্রচেষ্টাকে উপেক্ষা করা, পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন, বেসামরিক মানুষ হত্যা এবং যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবকে আরো উসকে দেওয়া।

প্রসঙ্গত, পাকিস্তানের আধা স্বায়ত্বশাসিত উত্তর-পশ্চিমের উপজাতি এলাকার মধ্যে ওয়াজিরিস্তানকে জঙ্গিদের জন্য শক্ত ঘাঁটি বলে বিবেচনা করা হয়। ওয়াশিংটনের ধারণা, এখান থেকেই তালেবান এবং আল কায়েদা পশ্চিমে এবং আফগানিস্তানে হামলা পরিচালনা করে।

আন্তর্জাতিক