টোগোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে হাজার হাজার লোকের বিক্ষোভ

টোগোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে হাজার হাজার লোকের বিক্ষোভ

টোগোর রাজধানী লোমের রাজপথে শনিবার হাজার হাজার লোক প্রেসিডেন্ট ফাউরি গনাসিংবের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে। প্রেসিডেন্টের বিরুদ্ধে একের পর এক গণবিক্ষোভের এটি সর্বশেষ ঘটনা। খবর এএফপি’র।
খবরে বলা হয়, গত আগস্ট মাস থেকেই প্রায় প্রতি সপ্তাহে দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। এসব বিক্ষোভ থেকে গনাসিংবেকে ক্ষমতা ছেড়ে দেয়ার দাবি জানানো হচ্ছে। তিনি ১৫ বছরের বেশী সময় ধরে দেশ শাসন করছেন।
শনিবার লোমের বিক্ষোভে যোগ দেয়া এক ট্যাক্সি চালক বলেন, ‘প্রেসিডেন্ট ক্ষমতা থেকে চলে না যাওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হবো না।’
অপর এক বিক্ষোভকারী এএফপি’কে বলেন, ‘আমরা কেউ রাজপথ ছেড়ে যাবো না কারণ কারণ আমরা এই সরকারের পতন দেখতে পাচ্ছি।

আন্তর্জাতিক