সিরিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর শহরতলীতে শনিবার বোমা বিস্ফোরণে বেশ ক’জন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা।
এদিকে এদিন রাজধানী দামেস্কে দু’টি বোমা বিস্ফোরণে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পোর তাল আল-জারাজির জেলায় সংঘটিত বিস্ফোরণে কমপক্ষে তিন জন নিহত হয়েছে।
এর আগে আলেপ্পোতে গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে কমপক্ষে চার জন নিহত হয়।