মৌসুমের শুরুটা ভালো না হলেও মাঝপথে এসে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে চেলসি। ঘরের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে স্টোক সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বছর শেষ করেছে কন্তের দল। আর এ জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠে এসেছে দলটি।
ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে নেন রুডিগার। উইলিয়ানের নিখুঁত ফ্রি-কিক দারুণ হেডে জালে পাঠান এই জার্মান ডিফেন্ডার।
ম্যাচের ২৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন পেদ্রো। উইলিয়ানের পাস থেকে বুলেট গতির শটে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড।
বিরতি থেকে ফিরে বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণের ধার বাড়িয়ে দেয় চেলসি। ম্যাচের ৭৩ মিনিটে উইলিয়ানকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে নিজেই বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। আর ৮৮তম মিনিটে হেড করে বিপদমুক্ত করতে গিয়ে স্টোক সিটির এক ডিফেন্ডার বল তুলে দেন জাপাকস্তাকে।
এই জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে চেলসি। অন্য ম্যাচে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে লিভারপুল।