প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) নতুন কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের প্রেসিডেন্ট কুচকাওয়াজ-২০১৭ এর অনুষ্ঠানে যোগ দিতে রোববার যশোর যাবেন। এসময় তিনি সেখানে মোট ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী বিকেলে যশোর ঈদগাও ময়দানে এক জনসভায় ভাষণ দিবেন।
সকালে যশোর পৌঁছে শেখ হাসিনা বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের প্রেসিডেন্ট কুচকাওয়াজ-২০১৭-এ যোগ দিবেন।
এরপর বিকেলে প্রধানমন্ত্রী ঈদগাও ময়দানে মোট ২৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। প্রকল্পগুলো হচ্ছে- কপোতাক্ষ নদের জলাবদ্ধতা নিরসন প্রকল্প (প্রথম ধাপ), সদর উপজেলার আমদাবাদ কলেজের সম্প্রসারণ কাজ, শার্শা উপজেলার পাকশি কলেজ সম্প্রসারণ কাজ, বাঘারপাড়া উপজেলার বাঘারপাড়া ডিগ্রি কলেজের সম্প্রসারণ কাজ, ৫শ’ আসনবিশিষ্ট শহীদ মশিউর রহমান অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল, পাবলিক লাইব্রেরির (তৃতীয় ধাপ) উন্নয়ন কাজ, যশোর মেডিকেল কলেজ একাডেমিক কমপ্লেক্স, হয়বাতপুর ইউনিয়ন ভূমি কার্যালয় ভবন, নরেণদ্রপুর ইউনিয়ন ভূমি কার্যালয় ভবন, মহাকাল ইউনিয়ন ভূমি কার্যালয় ভবন, পাটিবিলা ইউনিয়ন ভূমি কার্যালয় ভবন, যশোর পুলিশ সুপার ভবন, যশোর পুলিশ হাসপাতাল, শেখ রাসেল ভাস্কর্য, যশোর শহরের ১৩ কিলোমিটার সড়ক ও ২২ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং অভয়নগরের মালুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়া প্রধানমন্ত্রী যে সকল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, তা হলো- ভৈরব নদীর জলাবদ্ধতা নিরসন ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, যশোর-বেনাপোল মহাসড়কের উন্নয়ন কাজ, যশোর-বেনাপোলের পলাশবাড়ি-রাজঘাট অংশের উন্নয়ন কাজ, কেশবপুর টিচার্স ট্রেনিং সেন্টার, যশোর কেন্দ্রীয় শহীদ মিনার, যশোর শহরের ২৫ কিলোমিটার সড়ক ও ২৪ কিলোমিটার ড্রেনেজ নির্মাণ কাজ, হামিদপুর কম্পোস্ট প্লান্ট, প্রি-ট্রিটমেন্ট প্লান্ট, বায়ো প্লান্ট এবং কন্ট্রোল ল্যান্ডফিল সেল ওয়ার্ক, ঝিকরগাছা পৌরসভা সম্প্রসারণ কাজ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মুরাল, শেখ রাসেল শরীর চর্চা কেন্দ্র ও ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)।