যশোরের ছুটিপুর-এড়েন্দা সড়কে ‘সন্ত্রাসীদের দু’পক্ষের সংঘর্ষে’ শিশির ঘোষ (৩৫) ও রাব্বী ইসলাম শুভ (২৭) নামে পুলিশের তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের অস্ত্র-গুলি ও বোমাসহ আটক করেছে।
আহত শিশির ও শুভ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আটকদের বিরুদ্ধে হত্যা, বোমাবাজিসহ ১৫টি করে মামলা রয়েছে।
আহত শিশির শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকার নিত্য ঘোষ এবং শুভ শহরের বেজপাড়া ফুড গোডাউন এলাকার রবিউল ইসলামের ছেলে।
যশোর কোতোয়ালি থানার ওসি আজমল হুদা জানান, বুধবার রাত ৩টার দিকে পুলিশ জানতে পারে যশোরের ছুটিপুর-এড়েন্দা রোড এলাকায় দু’পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলছে। খবর পেয়ে পুলিশের চারটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে শিশির ও শুভকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং ১৯টি বোমা উদ্ধার করা হয়।
ওসি বলেন, আহত দু’জন গত ২৩ ডিসেম্বর যশোর শহরের টিবি ক্লিনিক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত দোকানি টিপু সুলতান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাছাড়া তাদের নামে হত্যা, ডাকাতি, ছিনতাই, বোমাবাজিসহ ১৫টি করে মামলা রয়েছে।