কেরানীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে ফায়ার ব্রিগেডের ডুবুরি দল।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জ উপজেলার পানগাঁও এলাকায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ওই ট্রলার ডুবির ঘটনায় ২ জন নিখোঁজ ছিলেন। তাদের উদ্ধারে ফায়ার ব্রিগেড ও কোস্টগার্ডের ডুবুরিরা অভিযান শুরু করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি শাখাওয়াত হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে ডুবুরিরা সজীব (২৫) নামে একজনের লাশ উদ্ধার করে। তিনি পাগলার দেলপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক সুখময় দাস পোদ্দারের ছেলে।
সর্বশেষ রাত সাড়ে ৯টায় জানা গেছে, নিখোঁজ অপর যুবকের নাম সজীব চৌধুরী (২৬)। একই এলাকার (দেলপাড়া) আবদুল মতিন চৌধুরীর ছেলে সজীব চৌধুরী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
ট্রলারটিকে ডুবিয়ে দেওয়া লঞ্চটির পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদরর্শীরা জানান, পাগলা গুদারাঘাট থেকে ১২/১৩ জন যাত্রী নিয়ে ট্রলারটি কেরানীগঞ্জের পানগাঁও যাচ্ছিল। এসময় একটি যাত্রীবাহী ট্রলারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এসময় সবাই সাঁতরে তীরে উঠেলেও নারায়ণগঞ্জের পাগলার দেলপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক সুখময় দাস পোদ্দারের ছেলে সজীব ও একই নামের অপর যুবক নিখোঁজ হন।
নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের উপ-সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, ফায়ার ব্রিগেডের সদরঘাট স্টেশনের ডুবুরিরা নিখোঁজ যুবকের উদ্ধারে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। কোস্টগার্ডও তাদের সঙ্গে রয়েছে।