কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চামড়াঘাটে নৌকা ডুবিতে নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী।
বিকেল ৩টায় এলাকাবাসী নদীতে জাল ফেলে মুড়িকান্দি গ্রামের আব্দুস সোবহানের স্ত্রী জুবেদা খাতুন (৪৫) ও ভাটিয়া মোড়লপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের লাশ (৪৪) উদ্ধার করেন তারা।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, চামড়া ঘাটে শুক্রবার সকাল ৮টার দিকে ২০/২৫ যাত্রী নিয়ে নদী পারাপারের সময় একটি নৌকা ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জুবেদা খাতুন ও আব্দুল কুদ্দুস নদীতে ডুবে নিখোঁজ হন।
এ ঘটনার পর থেকে স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে তাদের উদ্ধারের চেষ্টা চালালে বিকেল ৩টায় তাদের লাশ পাওয়া যায়।