আফগানিস্তানে ড্রোন হামলায় ১৭ আইএস জঙ্গি নিহত

আফগানিস্তানে ড্রোন হামলায় ১৭ আইএস জঙ্গি নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ড্রোন হামলায় অন্তত ১৭ আইএস জঙ্গি নিহত হয়েছে। প্রাদেশিক সরকার মঙ্গলবার একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটো নেতৃত্বাধীন যৌথ বাহিনী সোমবার রাতে আচিন ও হাসাকা মিনা এলাকার আইএসের গোপন আস্তানায় ড্রোন হামলা চালিয়ে এসব জঙ্গিকে হত্রা করে। এত বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস হয়। হামলায় নিহত জঙ্গিদের মধ্যে আইএস গ্রুপের সঙ্গে জড়িত দুই বিদেশি নাগরিকও রয়েছে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, অভিযানে কোনো বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেনি।
আফগান বাহিনী আইএস অধ্যুষিত পূর্বাঞ্চলীয় প্রদেশেসহ সারা দেশে জঙ্গি বিরোধী অভিযান জোরদার করেছে।
২০১৫ সালের শুরু থেকে নানগারহারে আইএসের আবির্ভাব ঘটে।

আন্তর্জাতিক