বাংলাদেশে মানবাধিকারে কিছু সমস্যা আছে: জাপানি উপ-প্রধানমন্ত্রী

বাংলাদেশে মানবাধিকারে কিছু সমস্যা আছে: জাপানি উপ-প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘কিছু সমস্যা আছে’ বলে মন্তব্য করেছেন জাপানের উপ-প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা।

দুই দিনের ঢাকা সফরের শেষ মূহুর্তে শুক্রবার দুপুরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে দোভাষীর মাধ্যমে ওকাদা বলেন, ‘এদেশের মানবাধিকার পরিস্থিতিতে কিছু সমস্যা আছে, তবে এটা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি দুর্নীতি দমনের পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করে বলেন, ‘এদেশে জাপানের বিনিয়োগের সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবহার দেখতে চান জাপানের করদাতারা।’

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে এদেশে জাপানি বিনিয়োগ বাড়ছে না বলেও এদিন ফের মন্তব্য করেন ওকাদা।

তবে তিনি বলেন, ‘এদেশের বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগের সমূহ সম্ভাবনা আছে।’

পদ্মা সেতুতে অর্থায়ন প্রসঙ্গে জাপানের উপ প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংকের সঙ্গে আগে বিষয়টি সমাধান করতে হবে। প্রয়োজনে আমরাও বিশ্বব্যাংকের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় আমি বলেছি, জাপান পদ্মা সেতুতে অর্থায়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

মেট্রোরেলে অর্থায়ন প্রসঙ্গে কাতসুইয়া ওকাদা বলেন, ‘বিষয়টি আমাদের বিবেচনায় আছে। এটির পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়া চলছে।’

শুক্রবার সকালে তিনি ঢাকার অদূরে আশুলিয়ায় জাপানি বিনিয়োগে প্রতিষ্ঠিত একটি টেক্সটাইল কারখানা পরিদর্শন করেন।

এ পরিদর্শন সম্পর্কে তিনি বাংলাদেশের শ্রমিকদের কাজের ভূয়ষী প্রশংসা করে বলেন, ‘কারখানার ম্যানেজার আমাকে বলেছেন, বাংলাদেশে একটি হীরক দেশ।’

বিমানবন্দরে জাপানের উপ প্রধানমন্ত্রীকে বিদায় জানান খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। পরে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা ছেড়ে যান জাপানের উপ-প্রধানমন্ত্রী।

বাংলাদেশ