বিজয়ের মাসে হবে আগামী সংসদ নির্বাচন : স্বাস্থ্যমন্ত্রী

বিজয়ের মাসে হবে আগামী সংসদ নির্বাচন : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী বিজয়ের মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্টিত হবে এবং এই নির্বাচন হবে সংবিধান মোতাবেক।
কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘রংপুরের নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের সময়ে সুষ্ঠু নির্বাচন হয়। কিন্তু তাতেও বিএনপির অভিযোগের শেষ নেই।’ বিএনপিকে মাঠ ছেড়ে না পালিয়ে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন বেগম খালেদা জিয়া যত কিছুই বলুক না কেন, আগামী নির্বাচন হবে বিশ্বের অন্যান্য দেশের মতো। এই নির্বাচনে জনগণ যে রায় দেবে, সেটি আওয়ামী লীগ হাসিমুখে মেনে নেবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় শতভাগ সক্ষম। প্রকৃতি সৃষ্ট দুর্যোগের মত রোহিঙ্গা সমস্যাও সামাল দিতে পেরেছে সরকার।
তিনি বলেন- দেশে কেউ রোগাক্রান্ত হলে তাকে সুস্থ করা সহজ। কিন্তু কেউ যদি বাইরের দেশ থেকে রোগ নিয়ে এদেশে প্রবেশ করে তখন সেই সমস্যা সমাধান করা অত্যন্ত কষ্টসাধ্য। কিন্তু এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের মধ্যে একজনও বিনা চিকিৎসায় মারা যায়নি। বিভিন্ন ধরণের ভ্যাকসিন ও চিকিৎসার মাধ্যমে বিপুল সংখ্যক রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে ইতোমধ্যে চুক্তি হয়েছে। টাস্কফোর্সও দ্রুত তৈরী হয়েছে। শিগগিরই রোহিঙ্গারা নিরাপদে নিজ দেশে ফেরত যেতে পারবেন।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. আলী হোসেন ও কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান প্রমূখ। পরে মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রদত্ত অনুদানের চেক সাংবাদিকের হাতে তুলে দেন।

বাংলাদেশ