খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীসহ দেশবাসীকে আন্তরিক শুভেছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। রোববার দেয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
রওশন তার বাণীতে বলেন, যীশু খ্রিষ্টের জন্ম ও তার ক্রুশীয় মৃত্যুর প্রকৃত তাৎপর্য হলো মানুষের পাপ কালিমা মুছে যাওয়া, সত্য জীবন-যাপন করা, অন্যায় অত্যাচার বন্ধ করা, ন্যায্যতা আনয়নসহ প্রভৃতি ভালো কাজে উদ্বুদ্ধ করা।
প্রসঙ্গত, আগামীকাল ২৫ ডিসেম্বর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’। যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে এ উৎসব পালিত হয়। দিনটি উপলক্ষে দেশে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা ব্যাপক আয়োজন করেছে। পাঁচতারকা হোটেলগুলোতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।