রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকালে মায়ের কোল থেকে ছিঁটকে পড়ে শিশু নিহতের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। ওই ছিনতাইকারীর নাম রাজীব। শনিবার রাতে তাকে দয়াগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের ওয়ারী বিভাগের ডিসি মো. ফরিদ উদ্দিন জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মূল আসামি গ্রেফতারের তথ্যটি সঠিক। তাকে আদালতে পাঠানো হচ্ছে।’
এর আগে, গত সোমবার ভোরে রাজধানীর দয়াগঞ্জ ঢালে ছিনতাইকারীরা রিকশায় থাকা আকলিমা নামে এক নারীর ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে দৌড় দেয়। এ সময় তার কোলে থাকা ছয় মাসের শিশু আরাফাত মাটিতে পড়ে যায়। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিনই যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন আরাফাতের বাবা শাহ আলম।। মামলায় ‘ছিনতাই’ ও ‘হত্যাকাণ্ড’ এই দুটি ধারাই যুক্ত করা হয়।
ঘটনার পরের দিন মঙ্গলবার যাত্রাবাড়ী থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদরুল ইসলামকে ক্লোজড করা হয়।