ভাইয়ের কাছে বিনিশার মরদেহ হস্তান্তর

ভাইয়ের কাছে বিনিশার মরদেহ হস্তান্তর

রাজধানীর বেসরকারি পাইওনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থী নেপালি নাগরিক বিনিশা শাহ’র মরদেহ তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গ থেকে ‘অনেকটা গোপনে’ কর্তব্যরত পুলিশ, ভাটারা থানা পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও নেপাল দূতাবাস কর্মকর্তাদের উপস্থিতিতে ভাই নরেন্দ শাহ বিনিশার মরদেহ গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার অভিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, নেপালি ওই ছাত্রীর (বিনিশা শাহ) মরদেহ নিতে ভাই নরেন্দ্র শাহ গত শুক্রবার ঢাকা আসেন। আইনি প্রক্রিয়া ও বিমানের ফ্লাইট নিশ্চিত করার পর আজ (রোববার) মরদেহ তার কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ বিষয়ে পাইওনিয়ার ডেন্টাল কলেজের পরিচালক (ফাইন্যান্স) জামিউল হোসেন জামির জাগো নিউজকে বলেন, ‘বিকেল সাড়ে ৫টায় (রোববার) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিনিশার মরদেহ নেপালে পাঠানো হচ্ছে। নেপাল দূতাবাসের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষের সার্বিক অর্থায়নে ভাই নরেন্দ্র শাহ মরদেহ নিয়ে নেপালে ফিরবেন।’

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে টার্ম-২ পরীক্ষার কক্ষ থেকে বেরিয়ে হোস্টেলে গিয়ে আত্মহত্যা করেন বিনিশা শাহ। পরে তার স্বদেশি রুমমেট রোখসা কক্ষে ফিরে দেখেন রুম ভেতর থেকে বন্ধ। বিকল্প চাবি দিয়ে দরজা খুলে বিনিশাকে রশিতে ঝুলদে দেখেন।

খবর পেয়ে দুপুর পৌনে ২টার দিকে ভাটারা থানাধীন পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেল কক্ষ থেকে বিনিশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিন রাতেই বিনিশার মৃত্যুর ঘটনায় ভাটারা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ