মনোনয়নের লড়াই থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন গিংগ্রিচ

মনোনয়নের লড়াই থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন গিংগ্রিচ

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন লাভের লড়াই থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাড়াঁনোর ঘোষণা দিয়েছেন নিউট গিংগ্রিচ। অন্যতম সম্ভাব্য প্রার্থী গিংগ্রিচের সরে দাঁড়ানোর কারণে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে অপর প্রতিদ্বন্দ্বী মিট রমনির মনোয়ন লাভ এখন অনেকটাই নিশ্চিত।

গত সপ্তাহে পরপর পাঁচটি অঙ্গরাজ্যে উপর্যুপরি পরাজয়ের পর মনোয়ন লাভের লড়াই থেকে গিংগ্রিচের সরে দাঁড়ানোর ঘোষণা ছিলো অনেকটাই সময়ের অপেক্ষা মাত্র। অবশেষে বুধবার ভার্জিনিয়া থেকে প্রচারণা থেকে সরে দাড়ানোর চূড়ান্ত ঘোষনা দেন তিনি।

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেসেন্টেটিভের সাবেক স্পিকার নিউট গিংগ্রিচ প্রতিদ্বন্দ্বিতার শুরুতে চমকদার কথাবার্তা বলে আলোড়ন সৃষ্টি করলেও অল্পদিনের মধ্যেই প্রাইমারি ও ককাসের নির্বাচনগুলোতে উপর্যুপরি বিপর্যয়ের মুখোমুখি হন। এর পাশাপাশি নির্বাচনী প্রচারণার ব্যাপক খরচ চালাতেও হিমশিম খেয়ে যান তিনি। তিনি ইতিমধ্যেই ৪৩ লাখ ডলার দেনার সম্মুখীন বলে দাবি করা হয়েছে তার নির্বাচনী শিবির থেকে।

বুধবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনের একটি হোটেলে সমবেত সমর্থকদের সামনে প্রচারণা থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন গিংগ্রিচ। যদিও গত কয়েক সপ্তাহ ধরে প্রচারণা থেকে এক রকম দূরেই ছিলেন তিনি। অর্থ সঙ্কটের কারণে নিজের প্রচারণা কাজে নিয়োজিত কর্মীদেরও ছাটাই করতে বাধ্য হন তিনি।

গিংগ্রিচের সরে দাঁড়ানোর ফলে রমনির সামনে এখন একমাত্র বাধা হয়ে দাড়িয়েছেন টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান রন পল। রন পলকে অবশ্য রিপাবলিকান দলের উদারপন্থি ঘরানার প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়।

যদিও রিপাবলিকানদের রক্ষণশীলতার ধ্বজাধারীদের ভীড়ে তার এই উদারতাবাদ রমনির সামনে হালে পানি পাবে না বলে ধারণা করা হচ্ছে। তাই গিংগ্রিচের এই সড়ে দাঁড়ানোর ফলে এটি এখন নিশ্চিত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল  বারাক ওবামার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিট রমনিই।

আন্তর্জাতিক