যোগাযোগসহ রেলওয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি ট্রেনের সুনাম ফিরিয়ে আনার চেষ্টা করছি। তবে রাতারাতি ম্যাজিক দেখাতে পারবো না।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনে চট্টগ্রাম যাওয়ার পথে স্থানীয় জনসাধারণ, দলীয় নেতা-কর্মী ও সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, রেলওয়ের সুইপার মালি নিয়োগ নিয়ে যারা ঘুষ খায় তাদের আমি ঘৃণা করি। এসব ঘুষখোরদের কারণে রেল আরও গরীব হয়েছে। অথচ রেলের কিছু কর্মকর্তা-কর্মচারী রাতারাতি ধনী হয়েছে।
স্থানীয় জনসাধারণ ও নেতা-কর্মীরা মন্ত্রীকে শুভেচ্ছা জানান। আখাউড়া উপজেলা আ’লীগের পক্ষে মন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়। এতে তারা আখাউড়ায় আন্ত:নগর ট্রেন তুর্ণা নিশীথা ও উপবন এক্সপ্রেসের যাত্রাবিরতি দেওয়ার দাবি জানান।
তারা বলেন, ঢাকা-সিলেট রুটের আন্ত:নগর ট্রেনগুলো আখাউড়া না হয়ে বাইপাস দিয়ে চলে যায়। তারা আখাউড়া হয়ে মন্ত্রীকে জানান।
উল্লেখ্য, ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে ট্রেনে চট্টগ্রাম সফর করছেন। তিনি যাত্রাপথে বিভিন্ন স্টেশনে নামছেন এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।