যুদ্ধাপরাধের মামলার আসামি আবুল কালাম আজাদকে দেশ ছেড়ে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার সাবেক শিক্ষক ড. মোহাম্মদ ইউসুফকে পাঁচ দিন ধরে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
বৃহস্পতিবার মহানগর হাকিম মুনিরুজ্জামান তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন।
উত্তরা থানা পুলিশের পক্ষ থেকে ইউসুফকে সাত দিন হেফাজতের আবেদন করা হলেও তা থেকে দুদিন কম পেয়েছেন তারা।
বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাসা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ইউসুফকে গ্রেপ্তার করে র্যাব।
এপ্রিলের শুরুতে আবুল কালাম আজাদ পালিয়ে যাওয়ার সময় ইউসুফ তাকে নিজের গাড়িতে করে সীমান্তে পৌঁছে দেয় বলে অভিযোগ করেছে র্যাব।