নর্থ আমেরিকা আওয়ামীলীগের ঐতিহাসিক ‘মে দিবস’ পালন

নর্থ আমেরিকা আওয়ামীলীগের ঐতিহাসিক ‘মে দিবস’ পালন

মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও ত্যাগ তিতিক্ষার মহান গৌরাবজ্জল বিজয়ের দিনটি পালন উপলক্ষে জ্যাকসন হাইটসে নর্থ আমেরিকা আওয়ামী লীগ এক বিরাট র‌্যালীর আয়োজন করেন। র‌্যালীতে নেতৃত্ব দেন নর্থ আমেরিকা আওয়ামী লীগের সভাপতি ডঃ প্রদীপ রঞ্জন কর ও সাধারণ সম্পাদক আবদুর রহিম বাদশা।

র‌্যালীতে বক্তব্য ও অংশগ্রহণ করেন – আব্দুল মুকিত চৌধুরী, ইঞ্জিনিয়ার আশরাফুল হক, রতন বড়–য়া, রমেশ নাথ, ডা: টমাস দুলু রায়, লুৎফর কবীর, রশিদ আহম্মদ, রেজাউল করিম চৌধুরী, সাহাদাত হোসেন, গোলাম কুদ্দুস, হেলাল মাহমুদ, আসাফ মাসুক, কায়কোবাদ খান, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, খলিলুর রহমান খোকন, রফিকুল ইসলাম বারী, টি মোল্লা, বিলকিস মোল্লা, এ.কে.চৌধুরী, ফয়েজ আহমেদ জিন্দাপীর, মোতাহার হোসেন, ওয়ালী হোসেন, আলহাজ্ব আব্দুস শহীদ দুদু, গোলাম রাব্বানী, চৌধুরী আলহাজ্ব নুর আলম বাবু, খলিলুর রহমান, কহিনুর আক্তার, মৌসুমী চ্যাটার্জী, আলতাফ মিয়া, বি. জামান প্রমুখ।

বক্তারা বলেন, ইতিহাসের পাতায় মে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব। মে দিবস এলেই মেহনতি ও শ্রমজীবি মানুষের আত্মত্যাগের কথা স্বরণ করিয়ে দেয়।

১৮৮৬ সালে প্রথমে ১লা মে আমেরিকার শিকাগোর শহরে, পরে শিকাগোর হে শহরে হে মার্কেটে ৩রা ও ৪ঠা মে ৮ ঘন্টা কাজের দাবীতে ধর্মঘট পালনরত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রক্ত দানের মধ্য দিয়ে জন্ম হয়েছিল এক নতুন ইতিহাস। সে কারনে ঐ দিনটি শ্রমজীবি মানুষের ঐক্য ও সংহতি দিবস হিসাবে পৃথিবীর প্রায় সকল দেশে পালিত হয়ে আসছে। বক্তারা আরো বলেন, মে দিবসের জন্মের ১২৬ বছর পরও বিশ্বে এখন শ্রমিকদের নানা বঞ্চনা শিকার হতে হচ্ছে। বাংলাদেশেও এ বঞ্চনা অব্যাহত গতিতে অতিবাহিত হচ্ছে।

বাংলাদেশ