ফিলিপাইনে সপ্তাহান্তে আঘাত হানা শক্তিশালী ঝড় ও ভূমিধসে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধারকর্মীরা ফিলিপাইনের পূর্বাঞ্চলে পাহাড়ের কাদামাটি খুঁড়তে বুলডোজার ব্যবহার করছে। প্রাকৃতিক দুর্যোগটির পর ৩০ জনেরও বেশি লোক নিখোঁজ হয়েছে। সোমবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
সপ্তাহান্তে পানিতে ডুবে ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যুর পর সোমবার গ্রীষ্মম-লীয় ঝড় কাই-তাক ফিলিপাইনের মধ্য দিয়ে পশ্চিমদিকে অগ্রসর হয়। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে তল্লাশী চালালেও যারা চাপা পড়েছে তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে ধারণা করছে।