জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির দেয়ার যুক্তরাষ্ট্রের ঘোষণার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় রোববার হাজার হাজার লোক বিক্ষোভ করেছে।
ইন্দোনেশিয়ার শীর্ষ ইসলামিক কর্তৃপক্ষ উলেমা কাউন্সিল এই মিছিলের আয়োজন করে। সরকার ও অন্যান্য ইসলামিক সংগঠনগুলো একে সহায়ত করেছে।
খবর এএফপি’র।
পুলিশ জানায়, জাকার্তার প্রাণকেন্দ্রে অবস্থিত ন্যাশনাল মন্যুমেন্টে ৮০ হাজার বিক্ষোভকারী জমায়েত হয়।
এ সময় তারা ‘ফিলিস্তিনের স্বাধীনতা চাই’ ও ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার করে।
বিক্ষোভকারীদের অধিকাংশই সাদা পোশাক পরেছিল। তারা সিদ্ধান্ত পরিবর্তনের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়।
যে স্থানে প্রতিবাদ হচ্ছিল তার কয়েক মিটার দূরেই মার্কিন দূতাবাস অবস্থিত। বিক্ষোভে ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ও জাকার্তার গভর্ণরও অংশ নেন।