দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ দিন লেনদেন শুরু হয়েছে ঊর্ধŸমুখী সূচক নিয়ে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে বেলা সাড়ে ১১টায় সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৩৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৫ পয়েন্ট হয়েছে।
এ সময় পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত আছে ৩০টির দাম। লেনদেন হয়েছে প্রায় ৮৯ কোটি টাকার শেয়ার।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় প্রায় ১০০ পয়েন্ট। লেনদেন হয়েছে প্রায় ৪৯৯ কোটি টাকার শেয়ার।
সপ্তাহের প্রথম দিন দরপতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৮৮ পয়েন্ট। রোববার সাধারণ সূচক কমে প্রায় ১৫২ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ২০৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ। দৈনিক গড় লেনদেন কমে দাঁড়ায় ৭৬১ কোটি টাকায় যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ২১ কোটি টাকা।