আগামি বছর সিদ্ধান্ত নেব কবে অবসরে যাব: ধোনি

আগামি বছর সিদ্ধান্ত নেব কবে অবসরে যাব: ধোনি

যদি যেকোনো এক ধরনের ক্রিকেট খেলার সুযোগ থাকতো তবে আমি ওয়ানডেই খেলতাম। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ভারতের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এ মন্তব্য করেন।
সে সময় তিনি নিজের পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আশা করছি আগামি বছর সিদ্ধান্ত নেব কবে অবসরে যাব। আমার ফিটনেসের ওপর নির্ভর করবে বিষয়টি.”
তিনি বলেন, “২০১৩ এর শেষ নাগাদ পর্যন্ত আমি অপেক্ষা করব। যদি দেখি আমি ফিট নেই তবে নতুনদের জন্য জায়গা করে দিব। যারা অনায়াসে ৫০-৬০টা বড় টুর্নামেন্ট খেলতে পারবে।
তিনি আরো বলেন, “মনে হচ্ছে না ২০১৫ সালের বিশ্বকাপ খেলতে পারব। ২০১৪ সাল নাগাদ ফিট না থাকলে আমি টেস্ট ও ওয়ানডে দু’ধরনের খেলাই বাদ দিব।”
সেই সংবাদ সম্মেলনে তিনি ১০টি শিশুকে ক্রিকেট খেলায় প্রশিক্ষণ দেয়ার  জন্য নিজেকে স্পন্সর ঘোষণা করেন।
সে সময় তিনি বলেন, “আমার এখনো মনে আছে আমি যখন প্রথম ক্রিকেট খেলতে শুরু করি। এটি অনেক ব্যয়বহুল খেলা ছিল। রাঁচিতে যখন প্রথম খেলতে যাই আমি ৬২৫ রুপি বৃত্তি পেয়েছিলাম।এর পর এটা এক হাজার রুপি হয়। পরে এটা বেড়ে দু’হাজার রুপি হয়। আজকের স্পন্সরের ফলে এই শিশুগুলো নির্ভাবনায় ক্রিকেট খেলতে পারবে। নিজেদের প্রয়োজনীয় জিনিসের জন্য চিন্তা করতে হবে না।” সেই সংবাদ সম্মেলনে তাকে শচিনের রাজ্য সভায় মনোনয়নের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমাদের উচিত অপেক্ষা করা এবং দেখা।”

খেলাধূলা