ডিএসসিসিতে বিনামূল্যে চিকিৎসাসেবা আরও দুই সপ্তাহ

ডিএসসিসিতে বিনামূল্যে চিকিৎসাসেবা আরও দুই সপ্তাহ

নাগরিকদের সাড়া পাওয়ায় আরও দুই সপ্তাহ ঔষধসহ বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।

বাড়িতে বসেই নাগরিকদের সেবা পেতে গত ২৮ নভেম্বর থেকে ১৫ দিনের জন্য এ কার্যক্রম শুরু করেছিল ডিএসসিসি। মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক স্বাস্থ্যসেবা পক্ষ নামে এ কার্যক্রমে গত ১৪ দিনে ২৭ হাজার ৪০৬টি ফোন পেয়েছে ডিএসসিসি। যার মধ্যে ৯ হাজার ৩৬৫ জন ডিএসসিসির বাসিন্দা।

DSCC-2

তিনি বলেন, আমাদের ইউনিক কলার ১৯ হাজার ৯৯১টি এবং ডিএসসিসি এলাকার কল ৯ হাজার ৩৬৫টি। বাড়িতে বসে সেবা চেয়েছেন ৩৬৪০ জন এবং সেবা পেয়েছেন ৩৩১৮ জন। ফোনে সেবা দেয়া হয়েছে ৪৭ জনকে। তবে ১২৯ জন পরবর্তীতে ফোন রিসিভ করেননি।

ডিএসসিসির এ কার্যক্রমে ১০৫ জন সাব অ্যাসিস্টেন্ট ইজ কমিউনিটি মেডিকেল অফিসার কল সেন্টার থেকে প্রাপ্ত কলের ভিত্তিতে ৫৭টি ওয়ার্ডেই এ সেবা প্রদানে নিয়োজিত রয়েছেন। এ সেবা পেতে নাগরিকদের ০৯৬১১০০০৯৯৯ নম্বরে কল করতে হবে।

দ্বিতীয় দফায় এ স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিল্লাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সালেহ উদ্দিন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ