নেত্রকোনার খালিয়াজুরীতে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বিষুরী জলমহালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার বিষুরী জলমহাল নিয়ে স্থানীয় নবাব চৌধুরী ও দুলাল চন্দ্র সরকারের মাঝে বিরোধ চলছিল।
এর জেরে মঙ্গলবার দুপুরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ঘটনাস্থলে বানুয়ারী গ্রামের আব্দুল আহাদ চৌধুরীর ছেলে আলতু চৌধুরী (৬২) ঘটনাস্থলে নিহত হয়।
এ ঘটনায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে বানুয়ারী গ্রামের জয়নাল মিয়া (৪৫), গোলাপ চৌধুরী (৬২), রহিমা (৩২) ও সুফিয়ার (৪৫) পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় জানা যায়নি। আহতরা নেত্রকোনা আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে খালিয়াজুরী থানা পুলিশের ওসি মো. মহসীন জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জলমহাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।