ভারতের জনপ্রিয় চলচ্চিত্র ‘ওয়াক্ত’এর জোহরা জাবিন খ্যাত বর্ষীয়ান অভিনেত্রী অচলা সাচদেভ আর নেই। তিনি সোমবার পুনে হাসপাতালে ৮৮ বছর বয়সে মারা যান।
গত সাত মাস ধরেই তিনি সম্পূর্ন রূপে শয্যাশায়ী সোমবার বিকাল সাড়ে পাঁচটায় তিনি মারা যান। গত ছয় মাস আগে তিনি মস্তিষ্কজনিত রক্তক্ষরণ হলে হাসপাতালে ভর্তি হন।
গত বছর সেপ্টেম্বরে নিজের বাড়িতেই পড়ে গিয়ে পা ভাঙে তার। সেই সময়েই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তখনই, তার হার্টের কাছে রক্তক্ষরণ ধরা পরে। পড়ে তা মস্তিষ্কে ছড়িয়ে পরে।
অচলা সাচদেভে ১৯২০ সালের ৩ মে পেশোয়ারে জন্ম্রহণ করেন। ১৯৩৮ সালে ‘‘ফ্যাশনেবল ওয়াইফ’’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা করেন।
তবে তার চলচ্চিত্র জীবনে স্মরণীয় চরিত্র হচ্ছে ১৯৬৫ সালে ব্যবসায়ী সফল ছবি ওয়াক্ত। সে ছবিতে তিনি ‘বালরাজ সাহানির স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন।
তিনি, ‘কোরা কাগজ (১৯৭৪), লাইলা মজনু (১৯৭৬), ব্লকবাস্টার ছবি ‘দিলওয়ালে দুলহানিয়ে লেয়ে জায়েঙ্গে (১৯৯৫), ‘কাভি খুশি কাভি গাম (২০০১) সহ প্রায় শতাধিক ছবিতে অভিনয় করেন তিনি।
২০০২-এ হৃতিক রোশন, এষা দেয়ল অভিনীত ‘না তুম জানো না হম’ ছবিতে শেষ বারের মতো দেখা গেছে তাকে।
এছাড়াও তিনি, ইংরেজি মুভি মার্ক রবসন, দ্যা হাউস হোল্ডার,এ অভিনয় করেছেন। দেশ ভাগের আগে তিনি অল ইন্ডিয়া রেডিওতে সাংবাদিকতাও করেছেন।