লিভারপুলের বিপক্ষে শেষ সময়ে রুনির দেওয়া গোলে হার এড়িয়েছে এভারটন। অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ঘরের মাঠে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আক্রমণ করে খেলতে থাকে লিভারপুল। তবে গোলের জন্য দলটিকে অপেক্ষা করতে হয় ৪২ মিনিট পর্যন্ত। ম্যাচের ওই সময় দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন সালাহ। ডি-বক্সের ডান দিকে এক জনকে কাটিয়ে ভিতরে ঢুকে আরেক জনের বাধা এড়িয়ে জোরালো কোনাকুনি শটে বল জালে পাঠান ছন্দে থাকা এই ফরোয়ার্ড।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে অলরেডরা। তবে ম্যাচের ৭৭ মিনিটে লিভারপুলের ডি-বক্সে ইংলিশ ফরোয়ার্ড ডমিনিক কালভার্ট-লুইন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। সফল স্পট কিকে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে বল জালে জড়ান ওয়েইন রুনি।
এ নিয়ে লিগে ষষ্ঠ ড্র করলো লিভারপুল। ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। দিনের অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুদ করেছে ম্যানচেস্টার সিটি।