মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়: দীপু মনি

মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়: দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, “বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এমন কোনো পর্যায়ে পৌঁছেনি যে এতে সরকারকে উদ্বিগ্ন হতে হবে।”
বৃহস্পতিবার সকালে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  হিলারি সফর কূটনৈতিক সাফল্য হলেও বাংলাদেশের কিছু বিষয় নিয়ে হিলারি ক্লিনটনের কাছে জবাবদিহিতা করতে হবে বলে কয়েকজন সাবেক কূটনীতিকের বক্তব্য নিয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে দীপু মনি বলেন, “হিলারির কাছে জবাবদিহিতার প্রশ্ন অবান্তর। একটি সার্বভৌম রাষ্ট্র অন্য সার্বভৌম রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে জবাবদিহিতার বিষয় নেই।”
তিনি বলেন, “যারা হিলারির কাছে জবাবদিহিতার কথা বলেন, তারা হীনম্মন্যতা থেকেই এটা বলে থাকেন।” মন্ত্রী বলেন, “সরকার বিশ্বাস করে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদ ও জনগণের কাছেই জবাবদিহিতা করতে হবে, অন্য কারো কাছে নয়।”

বাংলাদেশ