ইসরাইলী যুদ্ধ বিমান সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা চালিয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।
সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ইসরাইলী বাহিনী দামেস্কের কাছের জামারা এলাকাসহ একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ও অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এইসব অস্ত্র গুদামে সিরিয়া ও তার মিত্র বাহিনীর অস্ত্র মজুদ রয়েছে।’
তবে হামলার সঠিক লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
বার্তা সংস্থা এএফপি’র সংবাদদাতা দামেস্কে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম বলছে, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।’
ইসরাইল বিমান হামলার কথা স্বীকার করেছে।