রংপুর সিটি কর্পোরেশন (রসিক)নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আজ (সোমবার) থেকে প্রচার চালাতে পারবেন। আজ প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা প্রতীক নিয়ে ঘরে ঘরে ছুটবেন, চালাবেন জনসংযোগ। আর এর মাধ্যমেই উৎসব মুখর পরিবেশে শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিকতা। আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, গতকাল (রোববার) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ৭ জন মেয়র প্রার্থীসহ মোট ২৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রর্থীরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত শরফুদ্দিন আহমেদ ঝন্টু, বিএনপির কাওছার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী (জাতীয় পার্টির বিদ্রোহী) জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী সেলিম আখতার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল কুদ্দুস ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা। এ ছাড়া ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন এবং ১১টি সংরক্ষিত নারী পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।