শুধু সমালোচনা না করে সম্প্রচার নীতিমালা তৈরিতে পরামর্শ দিয়ে সহযোগিতা চেয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় তিনি আরো বলেছেন, সবার সঙ্গে আলোচনা করেই সম্প্রচার নীতিমালা করতে চায় সরকার।
সিনেট ভবনে ‘বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি ও সম্প্রচার নীতিমালা’ শীর্ষক বার্ষিক সেমিনার ও স্মরণিকা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এম এম শামীম রেজা।
তথ্যমন্ত্রী বলেছেন, “সম্প্রচার নীতিমালা নিয়ে সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকলেও সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে।”
“সম্প্রচার নীতিমালা নিয়ে অনেক সমালোচনা করলেও কোনো পরামর্শ পাওয়া যায় না। পরামর্শ না দিয়ে শুধু সমালোচনা করলে কাজের গতি কমে যায়,” বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।
“সাংবাদিকরা বর্তমানে যে স্বাধীনতা ভোগ করছে তা অতীতের যে কোনো সরকারের চেয়ে বেশি। এই স্বাধীনতা কোনো কোনো উন্নত দেশের চেয়ে বেশি,” বলেন তিনি।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সংবাদকর্মীদের ‘ওয়েজ বোর্ডের’ আওতায় আনার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে সরকার সজাগ রয়েছে।
সেমিনারের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বলেন, বর্তমান শতাব্দী হচ্ছে ‘তথ্য সমাজের শতাব্দী’। বিশ্বের উন্নত দেশে সম্প্রচার নীতিমালা রয়েছে। আমাদের দেশে সম্প্রচার নীতিআলা সমৃদ্ধ করতে এই ধরনের সেমিনার বিশেষ ভূমিকা পালন করবে।
সেমিনারে অংশ নেন নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অন্য অংশের সভাপতি রুহুল আমীন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এ জে এম শফিউল আলম ভূইয়া, এনটিভির প্রধান বার্তা সম্পাদক খায়রুল আনোয়ার মুকুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ হালিম, বাংলাদেশ বাংলাভিশনের নিউজ অ্যাডভাইজার আবদুল হাই সিদ্দিক।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হাসান নিটোলের সভাপতিত্বে এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাগর।