ফেসবুক টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও লোকমুখে ইলিয়াস নিখোঁজ নিয়ে অভিযোগ অস্বীকার করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বিষয়টি রহস্যজনক উল্লেখ করে এ রহস্যের উদঘাটন দাবি করেন।
বুধবার সকালে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই অপ্রপ্রচার সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এটি হাস্যকর।
তিনি বলেন, ‘ফেসবুকে অনেকেই অনেক কিছু পোস্ট করতে পারে। ইতোপূর্বে এ ঘটনায় অনেককে জড়িয়ে নানা কথা লোকমুখে এসেছে।’ তবে এ প্রচারণার কোনো প্রতিবাদের প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘যদি কোনো মিডিয়ায় সেটি আসে তাহলে আমি এর প্রতিবাদ জানাবো।’ প্রয়োজনে সংবাদ সম্মেলনও করবেন বলে জানান তিনি।
প্রসঙ্গত, কয়েকদিন থেকে ফেসবুকের একটি লেখার মাধ্যমে সিলেটসহ সারাদেশে ইলিয়াস আলীর নিখোঁজের পেছনে মেয়র কামরান জড়িত রয়েছেন বলে প্রচার হয়। এছাড়া মেয়র কামরান সম্প্রতি তুরস্ক সফরের সময় প্রধানমন্ত্রীর কাছে ইলিাসের বিরুদ্ধে অভিযোগ দেন বলে কথা ওঠে। এ বিষয়টিকে কেন্দ্র করে ‘ইলিয়াস আলীকে মেয়র কামরান গুম করেছেন’ ইঙ্গিত করে সামাজিক ওয়েবসাইটগুলোতে মন্তব্য পোস্ট করেন কেউ কেউ।
ফেসবুকে তাকে জড়িয়ে এসব প্রচারণার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বিষয় আলোচনা করতে আমার তুরস্ক কেন যাওয়া লাগবে। আমার তুরস্ক সফর ছিল একটি রাষ্ট্রীয় সফরের অংশ।’
বিএনপি নেতা ইলিয়াস আলী যে কোনো জনসভায় আওয়ামীলীগ নেতাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এমনকি শেখ হাসিনাকেও গালি দেন এমন কথা মেয়র কামরান প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন এমন প্রচারণার খণ্ডন করে তিনি বলেন, ‘তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে এতো কথা বলার সময় ছিল না। সেখানে সিলেটের রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি।’
অনেকগুলো কর্মসূচিতে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী, তিনি ও তাদের সফরসঙ্গীরা। ইলিয়াস আলীর নিখোঁজ নিয়ে তিনি অত্যন্ত মর্মাহত এবং একইসাথে উদ্বিগ্ন বলে জানান মেয়র কামরান।
ইলিয়াস আলীর নিখোঁজ থাকার বিষয়টি রহস্যজনক উল্লেখ করে তিনি আরো বলেন, তার নিঁখোজ হওয়া নিয়ে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে। তিনি জানান, তাকে খুঁজে বের করতে সরকারের আইনশৃংখলা বাহিনী ও গোয়েন্দাসংস্থা তৎপর রয়েছে। প্রধানমন্ত্রীও আন্তরিক রয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সিলেটসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘এর কোনোটি গণতন্ত্রের জন্য কাম্য নয়।’
ইলিয়াস নিখোঁজ নিয়ে বিএনপির কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ইলিয়াস আলীর খোঁজ পাওয়ার চেয়ে রাজনৈতিক কর্মসূচিই তাদের কাছে মূখ্য।’ সাধারণ মানুষের মনেও এ নিয়ে প্রশ্ন জেগেছে বলে উল্লেখ করেন মেয়র কামরান।
ইলিয়াস আলীকে কে নিখোঁজ করেছে এই প্রশ্নে তিনি কাউকে দায়ী করতে চান না জানিয়ে বলেন, ‘না জেনে কারও বিরুদ্ধে অভিযোগ করে কারো শত্রু হতে চাই না।’