তেজগাঁও হলি রোজারিও চার্চ পরিদর্শন করলেন পোপ ফ্রান্সিস

তেজগাঁও হলি রোজারিও চার্চ পরিদর্শন করলেন পোপ ফ্রান্সিস

 পোপ ফ্রান্সিস শনিবার রাজধানীর তেজগাঁও হলি রোজারিও চার্চ পরিদর্শন করেছেন।
সকাল সাড়ে ন’টায় হলি রোজারিও চার্চে গিয়ে শুরুতেই তিনি মাদার তেরেসা প্রতিষ্ঠিত মিশনারিজ অব চ্যারিটি হোমসে যান এবং সেখানকার অনাথ, প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের সাথে কিছু সময় কাটান।
এরপর তিনি গীর্জা প্রাঙ্গণে প্রবেশ করেন, এসময় শিশুরা বাংলাদেশ ও ভাটিকানের পতাকা নেড়ে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানায়।
হলি রোজারিও গীর্জায় পৌঁছালে চার্চের বিশপ রমেন বৈরাগী, বিশপ পল পনেন কুবি, ফাদার কমল কোড়াইয়া ও ব্রাদার বিজয় রড্রিক্স পোপকে স্বাগত জানান।
তেজগাঁ চার্চে তিনি বিশেষভাবে নির্মিত চেয়ারে বসে সবার বক্তব্য মনযোগ দিয়ে শোনেন।
সেখানে স্বাগত বক্তব্য রাখেন, চট্টগ্রামের আর্চবিশপ মজেস কস্তা। ব্রতীয় জীবনের স্বাক্ষ্য তুলে ধরেন ফাদার আবেল বি রোজারিও, ফাদার ফ্রাংকো, সিস্টার মেরি চন্দ্রা, ব্রাদার লরেন্স ডায়েস ও সেমিনারিয়ান মার্সেলিয়াস টপ্পো।
ধন্যবাদ জ্ঞাপন করেন কার্ডিনাল ও ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিও।
পরে পোপ ফ্রান্সিস সমবেত প্রায় দু’হাজার ফাদার, ব্রাদার, সিস্টার ও খ্রিষ্টভক্তের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি খ্রিষ্টান কবরস্থানে যান। সেখানে আশির্বাদ শেষে ১৬৭৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত পুরনো হলি রোজারি গীর্জা-ঘরে বটমলী হোমস অর্ফানেজের অনাথ মেয়েদের সাথে প্রার্থনায় যোগ দেন।
এখানে তাকে স্বাগত জানান বিশপ সেবাস্টিয়ান টুডু, সিস্টার মেরি মিনতি ও সিস্টার মেরি বিজয়া।

বাংলাদেশ