যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি বন্ধ করে দিতে পারে ভেনিজুয়েলা

যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি বন্ধ করে দিতে পারে ভেনিজুয়েলা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তারা তেল বিক্রি বন্ধ করে দিতে পারে। কারাকাসের মোট তেল উৎপাদনের প্রায় অর্ধেক ওয়াশিংটন ক্রয় করে থাকে। খবর এএফপি’র।
ভেনিজুয়েলা প্রতিদিন ১৯ লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে। এসব তেলের প্রায় সাড়ে সাত লাখ ব্যারেল যুক্তরাষ্ট্র ক্রয় করে।
রাষ্ট্রীয় তেল কোম্পানী পিডিভিএসএ’র আওতায় জেনারেল ম্যানুয়াল কুয়েভেদো আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে মাদুরো বলেন, ‘এখন তারা চাচ্ছে না যে আমাদের তেল তাদের কাছে বিক্রি করি। ফলে আমাদের উৎপাদিত সব তেল বিক্রির জন্য আমরা এখন এশিয়ার দেশগুলোর বাজার ধরার চেষ্টা করছি। যদিও এক্ষেত্রে বড় ধরণের কোন চুক্তি হয়নি।’
মাদুরো আরো বলেন, যুক্তরাষ্ট্র কারাকাসের বিরুদ্ধে ‘আর্থিক নিপীড়ন চালাচ্ছে।
উল্লেখ্য, ভেনিজুয়েলার রাজস্ব বাজেটের অধিকাংশ তেল বিক্রি থেকে আসে।

আন্তর্জাতিক