ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালিতে আগ্নেয়গিরি থেকে ধোঁয়া উদগীরণ চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে। অনেক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এর ফলে বালিতে কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন। রোববার কর্মকর্তারা এ কথা জানান। খবর এএফপি’র।
বালির নাগরাহ রাই বিমান বন্দরের মুখপাত্র এরিয়ে আসোনারহিম বলেন, মাউন্ট আগং আগ্নেয়গিরি থেকে রোববার অগ্ন্যৎপাত শুরু হয়েছে। প্রায় ৪ হাজার মিটার (১৩ হাজার ১২৩ ফিট) উচ্চতায় ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ফলে অন্তত ২৮টি ফ্লাইটের আসা যাওয়া বিঘিœত হয়েছে। এতে অন্তত দুহাজার পর্যটক আটকা পড়েছে।
গত বুধবারও আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। তখন থেকে সমগ্র এলাকার ২৫ হাজার বাসিন্দাকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
মাউন্ট আগং আগ্নেয়গিরি থেকে সর্বশেষ ১৯৬৩ সালে অগ্ন্যুৎপাত হয়েছিলো। তখন ১৬শরও বেশি লোকের প্রানহানি ঘটেছিলো।