চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ী রয়েল সোসাইটির সভাপতি প্রফেসর স্যার জন সাল্সটন সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্টদূত ড. একে আব্দুল মোমেনের সঙ্গে তার অফিসে সোমবার সাক্ষাৎ করেন।
রিও প্লাস টুয়েন্টি মহাসম্মেলনের পরিপ্রেক্ষিতে স্যার জন সাল্সটন এ সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।
আসছে জুনের ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত রিও শহরে অনুষ্ঠিতব্য ভবিষ্যতে কি ধরণের পৃথিবী আমরা চাই, বিশ্ববাসী কি ধরনের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন চায় তার ওপরই এ মহাসম্মেলন হচ্ছে।
এতে বাংলাদেশের অবস্থান যেমন-দারিদ্র নিরসন, জলবায়ুর সহযোগী ব্যবস্থা, পপুলেশন বা জনগণের ক্ষমতায়নে অঙ্গীকার- এগুলোর সঙ্গে রয়েল সোসাইটি একাত্মতা ঘোষণা করেছে।
প্রফেসর সাল্সটনের নেতৃত্বে রয়েল সোসাইটি নয়টি প্রস্তাব নিয়ে এসেছে বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রেস বিজ্ঞপ্তি উল্লেখ করা হয় ।
এগুলোর মধ্যে প্রধান হচ্ছে- দারিদ্র নিরসন, খাদ্যশস্য ও বিদ্যুতের নিশ্চয়তা ও অপচয় কমানো, এবং ফ্যামিলি প্ল্যানিং, শিক্ষার অগ্রগতি বিবিধ।
প্রফেসর স্যার জন সাল্সটনের সঙ্গে আরো উপস্থিত ছিলেন রয়েল সোসাইটির পলিসি অ্যাডভাইজর মিস মেরি রাম্বসি। রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় অংশ নেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান।