ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরীকে (মিনার চৌধুরী) হাইকোর্টের দেয়া জামিনের ওপর চেম্বার আদালতের যে স্থগিতাদেশ ছিল তা বহাল রেখেছেন আপিল বিভাগ।
একই সঙ্গে চার মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতেও বলা হয়েছে বিচারিক আদালতকে।
এর আগে ৩০ অক্টোবর মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।
২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে বর্বরোচিত ও নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিনই নিহত একরামুল হকের বড় ভাই তার নির্বাচনী প্রতিদ্বন্ধী বিএনপি নেতা মাহতাব উদ্দিনকে (মিনার চৌধুরী) প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় মামলা দায়ের করেন।