সেনাবাহিনীর পদক্ষেপের বৈধতা দিয়েছে জিম্বাবুয়ের আদালত : রাষ্ট্রীয় গণমাধ্যম

সেনাবাহিনীর পদক্ষেপের বৈধতা দিয়েছে জিম্বাবুয়ের আদালত : রাষ্ট্রীয় গণমাধ্যম

জিম্বাবুয়ের আদালত দেশটির সেনাবাহিনীর নেতৃত্বে মুগাবের অপসারণকে শনিবার বৈধতা দিয়েছে।
এই রায়কে কেন্দ্র করে দেশটির বিচার বিভাগের স্বাধীনতায় নতুন প্রশাসন হস্তক্ষেপ করছে বলে তাৎক্ষণিকভাবে উদ্বেগ দেখা দিয়েছে। খবর এএফপি’র।
জিম্বাবুয়ের রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশটির সেনবাহিনী রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং মুগাবেকে বন্দি করে।
ওই সময়ে সেনাবাহিনীর একজন মুখপাত্র বিবৃতিতে জানান, তাদের এই অভিযান মুগাবেকে ঘিরে থাকা ‘অপরাধী দলকে’ লক্ষ্য করে পরিচালিত হয়।
আদালতের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত জেডবিসি গণমাধ্যম জানায়, ‘সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ঘনিষ্ঠদের ক্ষমতা দখল ঠেকানোর জন্য জিম্বাবুয়ের প্রতিরক্ষা বাহিনী যে পদক্ষেপ গ্রহণ করেছে তা সাংবিধানিক।’

আন্তর্জাতিক