ইসলামাবাদে মুসলিম চরমপন্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

ইসলামাবাদে মুসলিম চরমপন্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল শনিবার পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে মুসলিম উগ্রপন্থীদের একটি অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে। মুসলিম উগ্রপন্থীদের গত কয়েক সপ্তাহের ধর্মঘটে ইসলামাবাদে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা কর্মীরা রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর ৮ হাজার ৫শ’ সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সকালে বন্ধ মার্কেটের সামনে ও রাস্তার ওপর অবস্থান নেয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান শুরু করে। খবর এএফপি’র।
তেহরিক-ই-বালাইক ইয়া রাসুল আল্লাহ্ পাকিস্তান নামের মুসলিম উগপন্থী সংগঠনটি এই অবস্থান ধর্মঘটের ডাক দেয়। চরমপন্থীরা ছয় নভেম্বর থেকে ইসলামাবাদের একটি প্রধান সড়ক বন্ধ করে রাখে। হাজার হাজার নগরবাসী গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচল করে। অবরোধের কারণে তাদেরকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়। এতে দীর্ঘ জানযটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
আইনমন্ত্রী জাহিদ হামিদের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে।
এএফপি জানায়, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। ঘটনাস্থলে কয়েকটি অ্যাম্বুলেন্স দেখা গেছে। তবে এ ঘটনায় হতাহত আহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আন্তর্জাতিক