মালিতে দু’টি বিচ্ছিন্ন হামলায় শান্তিরক্ষী বাহিনীর চার সদস্য এবং এক সেনা নিহত হয়েছে। শুক্রবার এসব হামলা চালানো হয়েছে। সেখানে নিযুক্ত জাতিসংঘের মিশনের তরফ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
তবে নিহত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের জাতীয়তা নিশ্চিত করা হয়নি। ২০১৩ সাল থেকে দেশটিতে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা নিযোজিত রয়েছেন।
এ পর্যন্ত জাতিসংঘের মিনুসমা মিশনের ১৪৬ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘ মিশনের সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সেখানে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধের মতো।
শুক্রবার সকালে এক যৌথ অভিযানে হামলার ঘটনায় তিন শান্তিরক্ষী এবং মালির এক সেনা নিহত হয়। হামলায় আরো কমপক্ষে ১৫ শান্তিরক্ষী সদস্য এবং এক বেসমারিক আহত হয়েছে।