চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম ৯ মাসের লক্ষ্যমাত্রার তুলনায় ৮’শ ৮০ কোটি ৩৭ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার এনবিআর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ।
প্রাপ্ত তথ্যমতে, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত এনবিআর’র রাজস্ব লক্ষ্যমাত্রা ধার্য করা হয় ৬১ হাজার ৮৫৬ কোটি ৯২ লাখ টাকা। বছরের ৯ মাস শেষে তা ৬২ হাজার ৭৩৭ কোটি ২৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় আদায় বেশি হয়েছে ৮৮০ কোটি ৩৭ লাখ টাকা।
আর লক্ষ্যমাত্রা অনুসারে অর্জনের হার ১০১ দশমিক ৪২ শতাংশ।
আর গেল অর্থবছরের অর্থাৎ ২০১০-১১ করবর্ষের মার্চ পর্যন্ত সময়ে এবিআর’র রাজস্ব আদায় ছিল ৫৩ হাজার ১০৭ কোটি ৪ লাখ টাকা। সে তুলনায় চলতি বছরের আলোচ্য সময়ে এনবিআরের আদায় বেড়েছে ৯ হাজার ৬৩০ কোটি ২৫ লাখ টাকা। তবে গত করবর্ষের তুলনায় চলতি বছরের রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি কম লক্ষ্য করা গেছে। গেল অর্থবছরের প্রথম ৯ মাসে এনবিআর’র রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ২৭ দশমিক ২৮ শতাংশ। আর চলতি বছরের আলোচ্য সময়ে এ প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ।
প্রবৃদ্ধি কম হওয়ার বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এনবিআর’র প্রবৃদ্ধির হিসাব করা হয় পয়েন্ট টু পয়েন্ট যে কারণে গত অর্থবছরে বেশি প্রবৃদ্ধি হওয়ার কারণে চলতি বছরে একই হারে প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়নি। তবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে আমাদের কোনো সমস্যা হবে না। আশা করছি এবারও লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে।
এদিকে রাজস্ব আদায়ে সবচেয়ে এগিয়ে আছে আয়কর। এ খাতে প্রবৃদ্ধি ঘটেছে ২৮ দশমিক ২ শতাংশ। এ পর্যন্ত আয়করের মাধ্যমে মোট রাজস্ব আদায় হয়েছে ১৬ হাজার ৯৬৬ কোটি ৩৫ লাখ টাকা।
আর প্রবৃদ্ধির দিক বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক)। প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৭৫ শতাংশ। লক্ষ্যমাত্রার তুলনায় আদায়ের হার দশমিক ৭৬ শতাংশ বেশি। এ খাত হতে আদায় হয়েছে ২৩ হাজার ৭০৪ কোটি ৫০ লাখ টাকা। পূর্ববর্তী বছরের একই সময়ে এ খাত হতে রাজ্ব আদায় হয় ১৯ হাজার ৭৯৫ কোটি ৭৩ লাখ টাকা।
প্রবৃদ্ধিও দিক দিয়ে ১০ দশমিক ৩ শতাংশ হলেও আমদানি ও রপ্তানি পর্যায় হতে এ পর্যন্ত সরকারের রাজস্ব আদায় দাঁড়িয়েছে ২১ হাজার ৭২৭ কোটি ১৫ লাখ টাকা। আর লক্ষ্যমাত্রা অর্জনের হারও প্রায় শতভাগ। ২০১০-১১ অর্থবছরের একই সময়ে এ খাত থেকে আদায় হয় ১৯ হাজার ৭৪৬ কোটি ৪০ লাখ টাকা।
এখন পর্যন্ত সব মিলিয়ে এনবিআর লক্ষ্যমাত্রার ৬৮ শতাংশ রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, এ পর্যন্ত যা আয় হয়েছে তা লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। বাকি ৩২ শতাংশ আগামী তিন মাস সময়ে মধ্যে আদায় করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। কারণ হিসেবে বলেন অনেক প্রতিষ্ঠান শেষ পর্যায়ে এ রাজস্ব দিতে শুরু করে। ফলে লক্ষ্যমাত্রার বাকি অর্থ আদায় করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।