ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো উত্তর কোরিয়াকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ রাষ্ট্র হিসেবে পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রিসভার এক বৈঠকে এ ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রটির বিরুদ্ধে ‘খুব বড়’ নিষেধাজ্ঞা জারির হুশিয়ারিও দিয়েছেন তিনি।
বিবিসির এক সংবাদে জানানো হয় বৈঠকে ট্রাম্প বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে আরও আগে কঠোর হওয়া উচিত ছিল। উত্তর কোরিয়া সন্ত্রাসবাদে আন্তর্জাতিক কর্মকাণ্ড সমর্থন করে। কিম জং-উন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহে এশিয়া সফর শেষে দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফর শেষে আজ এ ঘোষণা দিলেন তিনি।