বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র খেলোয়াড়দের সম্মানী নিয়ে তালবাহানা করছে ফ্রেঞ্চাইজি দলগুলো। নির্ধারিত সময় গড়িয়ে গেলেও খেলোয়াড়দের পাওনা পরিশোধ করা হয়নি।
৩০ এপ্রিলের মধ্যে টাকা পরিশোধ করতে না পারায় আবারও সময় বাড়িয়ে নিয়েছে দলগুলো। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ৯ মে’র মধ্যে বিদেশি ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করবে ফ্রেঞ্জাইজিরা। ৩১ মে’র মধ্যে দেশের খেলোয়াড়দের টাকা পরিশোধ করে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলোয়াড়দের পারিশ্রমিক প্রদানের বিষয়টি নিয়ে বিপিএল ফ্রেঞ্জাইজির সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল।