রিজভী গ্রেফতার

রিজভী গ্রেফতার

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীকে গ্রেফতার করেছে গোয়েন্দারা।

সোমবার হরতাল শেষে রাত সাড়ে আটটার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফেরার পথে কাকরাইল মোড়ে তার গাড়ি আটকে ডিবি পুলিশ তাকে নিয়ে যায়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার প্রথামিকভাবে এ খবর নিশ্চিত করেন।

পরে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমানও গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

রোববারের হরতালে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের নামে পর পর দু’টি মামলা দায়েরের পর থেকেই বিএনপি নেতা-কর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছিলো। দুপুরে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস, এমকে আনোয়ারের বাসায় পুলিশি তল্লাসীর পর ওই আতঙ্ক আরো বেড়ে যায়। এদিকে ফখরুলসহ বিএনপি নেতাদের আগাম জামিনের জন্য বিশেষ বেঞ্চ গঠনের আবেদন নাকচ করে দেন প্রধান বিচারপতি।

এ পরিস্থিতিতে বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে হরতালের সমাপ্তি সংবাদ সম্মেলন শেষে সেখানেই অবস্থান করছিলেন রিজভী। বাইরে সতর্ক ছিলো পুলিশ। রাত সোয়া আটটার দিকে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপু প্রথমে কার্যালয় থেকে নেমে চলে যান। তারপর দ্রুত নেমে একটি মোটর সাইকেলে চড়ে চলে যান মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম। সবশেষে রিজভী বের হয়ে একটি প্রাইভেট কারে চড়ে কাকরাইলের দিকে এগুতে থাকেন। পথে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এদিকে বিএনপি নেতাদের গ্রেফতারে রাতে আরো অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

রাজনীতি