ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ৫ মে রাতে ঢাকা এসে ৬ মে ফিরে যাবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশত বার্ষিকীর যৌথ অনুষ্ঠানের সমাপনীতে অংশ নিতেই তার এ সফর।
প্রণব মুখার্জির এ সফরকে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক উন্নয়নের স্বার্থে ‘টেকসই কূটনৈতিক সম্পৃক্ততা’ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২০১০ সালের জানুয়ারিতে শেখ হাসিনার নয়াদিল্লি সফর ও গত বছরের সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের ঢাকা সফরের ধারাবাহিকতায় প্রণবের এ সফর বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অণুবিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার বাংলানিউজকে এ তথ্য জানান।
প্রণবের সফরসূচি সম্পর্কে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, “৫ মে রাত নয়টায় প্রণব মুখার্জি ঢাকা আসছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকা আসবেন তিনি।“
প্রণব মুখার্জির সঙ্গে অবশ্য ৬ সদস্যের একটি প্রতিনিধিদল নয়াদিল্লি থেকে আসছে। তারা আগেই ঢাকা এসে পৌঁছুবেন।
সফর শেষে ৬ মে সন্ধ্যা সাড়ে পাঁচটায় প্রণব ও প্রতিনিধিরা নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।
৬ মে সকাল দশটায় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশত বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
প্রণব মুখার্জি বেলা ১২টা থেকে একটা পর্যন্ত গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সেদিন বেলা তিনটায় হোটেল সোনারগাঁওয়ের বেঙ্গলি স্যুটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ভারতের অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
ঢাকায় অবস্থানকালে প্রণব মুখার্জি হোটেল সোনারগাঁওয়ে রাত্রিযাপন করবেন।