কলকাতায় রবীন্দ্র সরোবরে রাতে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

কলকাতায় রবীন্দ্র সরোবরে রাতে অনুষ্ঠানে নিষেধাজ্ঞা

রবীন্দ্র সরোবরে রাতে অনুষ্ঠানের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন জাতীয় পরিবেশ আদালত। বুধবার রবীন্দ্র সরোবের পরিবেশ দূষণ সংক্রান্ত মামলার রায় দেন বিচারপতি এস পি ওয়াংদি।

বিশেষজ্ঞ সদস্য পি সি মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সেখানে কোনোও পূজা ও নৈশালোকে অনুষ্ঠান করা যাবে না। এবার থেকে কোনোও কিছু নির্মাণ করতে হলে জাতীয় পরিবেশ আদালতের অনুমতি নিতে হবে। কোনোও মেরামতির কাজ করতে হলেও সরোবরের রক্ষণাবেক্ষণকারী সংস্থা কেএমডিএ’র অনুমতি দরকার হবে।

কেএমডিএ’র কৌঁসুলি পৌষালি বন্দ্যোপাধ্যায় জানান, রবীন্দ্র সরোবরের পরিবেশ রক্ষার উপায় নিয়ে ছয় মাসের মধ্যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) জমা দিতে বলা হয়েছে। এ কাজে সাহায্য নিতে বলা হয়েছে ওই সরোবরের পরিবেশ রক্ষায় আদালতের নিযুক্ত কমিটির বিশেষজ্ঞদের।

কলকাতার এই সরোবর প্রাকৃতিক উপায়ে সৃষ্ট নয়। মহানগরের পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় এর ভূমিকা অপরিসীম। জাতীয় হ্রদ সংরক্ষণ প্রকল্পের আওতায় আনা হয়েছে এই সরোবরকে। কিন্তু দূষণের জেরে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে বার বার অভিযোগ করেছেন পরিবেশকর্মীরা।

আন্তর্জাতিক