মন্ত্রিসভার নতুন দুই সদস্যের একজন পাচ্ছেন সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং অপরজন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি এ ব্যাপারে জানানো হবে।
সূত্র জানায়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে আলাদা করে এর দায়িত্ব দেওয়া হচ্ছে সুরঞ্জিত সেন গুপ্তকে। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয়কে আলাদা করে তার দায়িত্ব দেওয়া হচ্ছে ওবায়দুল কাদেরকে।
এর আগে সোমবার রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় সুরঞ্জিত সেন গুপ্ত মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা উপদেষ্টা ছিলেন। ওবায়দুল কাদের ছিলেন যুব, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে।