যোগাযোগ ও রেলের সদ্য অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদেরর শুদ্ধি অভিযান চলছে রেলপথ মন্ত্রণালয়ে। অতিরিক্ত দায়িত্ব পাওয়ার থেকেই তিনি দেশের কয়েকটি রেলস্টেশন পরিদর্শন করে কর্তব্য ও দায়িত্বে অবহেলার জন্য চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে।
রোববার ও সোমবার টানা দু’দিনে দু’দফায় রেলওয়ে ও মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল করা হয়েছে।
সোমবার বিকেলে রেলপথ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রেলওয়ের ঢাকার বিভাগীয় ব্যবস্থাপক মো: নিজাম উদ্দিনকে রেলভবনের অর্থনীতিবিদ পদে বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকা রেল বিভাগের অর্থনীতিবিদ রুহুল কাদের আজাদকে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামে পরিচালক (আইসিসি), চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুকুমার ভৌমিককে চট্টগ্রামে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, একই বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো: মাহবুব-উল-আলমকে ঢাকা রেলভবনে প্রধান পরিকল্পনা কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল জলিল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।
সোমবার প্রজ্ঞাপনে আরও যাদের বদলি করা হয়েছে তারা হচ্ছেন- রেলভবনের পরিচালক (পরিবহন) সরদার সাহাদাত আলীকে ঢাকায় বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক পদে, চট্টগ্রামের অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) সৈয়দ জহরুল ইসলামকে ঢাকা রেলভবনে পরিচালক (পরিবহন) পদে বদলি, চট্টগ্রাম সহকারী মহাব্যবস্থাপক (পূর্ব) একেএম মকসুদুল আরেফিনকে অতিরিক্ত চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব, চট্টগ্রাম) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া রেলভবনের পরিচালক (প্রকৌশল) মো: শহিদুল ইসলামকে ঢাকা থেকে চট্টগ্রামে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্রাক/পূর্ব) পদে এবং লাকসাম-চিনকি আস্তানা ডাবল লাইন নির্মাণ উপ-প্রকল্পের (চট্টগ্রাম) নির্বাহী প্রকৌশলী (সেতু) মো: কামরুল ইসলামকে ঢাকা রেলভবনে পরিচালক (প্রকৌশল) হিসেবে পদায়ন করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে বদলি ও পদায়ন করা হয়েছে।
এদিকে রোববার সন্ধ্যায় মন্ত্রণালয়ের আদেশে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ফেরদৌস আলমকে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে বদলি করা হয়েছে।
পাশাপাশি পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেনকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক পদে বদলি করা হয়েছে।
অন্যদিকে বিমানবন্দর স্টেশনের টিকিট চেকার মো. সামাউলকে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও কর্তব্যে অবহেলার কারণে প্রত্যাহার করা হয়েছে।
এছাড়া টিকিট কালোবাজারির অভিযোগে বিমানবন্দর স্টেশনের নিরাপত্তা কর্মী শাহজাহানকে ক্লোজড করা হয়েছে।
গত শনিবার রাতে চট্টগ্রামগামী মেইল ট্রেনে টাকার বিনিময়ে আসন বিক্রির অভিযোগে নায়েক প্রিয়ময় চাকমা, কনস্টেবল আবু হামিদ, আনসার সদস্য জামাল উদ্দিন ও তারা মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে সোমবার দুপুরে রেলের শীর্ষ পর্যায়ে রদবদল চলছে উল্লেখ করে যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘যেখানে অনিয়ম পাওয়া যাচ্ছে, সেখানেই তদন্ত করা হচ্ছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
রেলওয়ের এ বদলিতে রেলের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।